বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

সোনালী সকাল। স্বপ্ন না সত্যি !!

শিশির ভেজা ঘাসের ডগায়
প্রতিটি নতুন ভোরে
আমি স্বপ্ন দেখি
নতুনের আশা
বুক বাধি
জীবনের প্রতিটি পাতায় পাতায়
সোনালী রদ্রুজ্জল ভোরের আলো
আমাকে নতুন করে
বাচঁতে শেখায়

..........................................
বাস্তবে আমাদের যে অবস্থা। স্বাধীনতার এতগুলো বছর অতিবাহিত হওয়ার পরও, ভাবতে কষ্ট লাগে। কত বড় ত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতার মূল্যটুকু আমাদের বিশিষ্ট রাজনীতিবিদগণ, কি বুঝেন ! রাজনীতির নামে কাদা ছিটানো। গুম ও নিরীহ মানুষ হত্যা। এগুলো কি কোন দিনও বন্ধ হবেনা? দেশের সর্বস্তরের সর্বময় দূনীতির প্রতিযোগতিা । প্রতিটি ক্ষেত্রে অসাধু উপায় অবলম্বন। একজনকে ঠকিয়ে আর অন্যজন ধনী হওয়ার প্রতিযোগিতায় মগ্ন।
ফুটপাতে চলতে জরাজীর্ণ শীর্ণ রুগ্ন বাস্তুহারা মানুষগুলো আমাকে কাদাঁয়। অন্যদিকে সন্তানহারা বৃদ্ধ, বয়স্ক ভাতার জন্য ঘুষ- আমাকে ভাবায় !
প্রতি দিন রাজপথে শুনি ধান্ধাবাজ রাজনীতিবিদদের মনভুলানো বলি।
এতো কিছুর পরও আমরা স্বপ্ন দেখি নতুন দিনের । একজন মাহাথির মোহাম্মদ এর বড়ই প্রয়োজন। যে শক্তহাতে হাল ধরবে। যে মহান নাবিক পথ দেখাবে আমাদের। আমরা পাবো সুন্দর একটি সোনালী সকাল।
------------------------------------------------------------------------------
এমন একজন নাবিক কি কোন দিনও পাবো না? তবুও আশা থাকবো ............।
http://www.somewhereinblog.net/blog/manikmunnabd/29745866 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন